Cvoice24.com


মহেশখালীতে ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ’ শীষর্ক সেমিনার শুরু

প্রকাশিত: ১২:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০১৯
মহেশখালীতে ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ’ শীষর্ক সেমিনার শুরু

প্রতিনিধি

মহেশখালীতে শুরু হয়েছে  ২দিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রাসারণ শীষর্ক সেমিনার। আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশখালী কলেজ মিলনায়নে আয়োজিত সেমিনার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক।

উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসান মারুফ, থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ নুরুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সহ বৈজ্ঞানিক কর্মকর্তাগন।

মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জীবনের জন্য বিজ্ঞান, শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়’ প্রতিপাদ্যে আয়োজিত ২দিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনীতে মহেশখালী উপজেলা ১৬টি শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা তাদের প্রদর্শনী উপস্থাপন করে।

সেমিনারে বক্তারা বিজ্ঞান আমাদের বহুগুন উন্নত করেছে, ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানে সফলতা অর্জন করতে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানের কর্মপরিধি বড় পরিসরে মেলে ধরার আহবান জানান।

সিভয়েস/এএস

মহেশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়