Cvoice24.com


সাগরপথে মালেশিয়া যাওয়ার সময় দালালসহ ৩১ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১০:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৯
সাগরপথে মালেশিয়া যাওয়ার সময় দালালসহ ৩১ রোহিঙ্গা আটক

সাগরপথে মালেশিয়া যাওয়ার পথে আটককৃত রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৩১ জন রোহিঙ্গাসহ দু’জন দালাল কে  আটক করেছে বিজিবি। আটককৃত দালালরা হল, টেশনাফের জাহাজাপুরা এলাকার মহিবুল্লাহ এবং দমদমিয়ার মো: হুমায়ুন। আটকৃতদের মধ্যে রোহিঙ্গারদের মধ্যে ১৭ নারী এবং ৭ শিশুসহ ৭ জন পুরুষ রয়েছে,।

আজ শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপ ও শীলখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি টেকনাফস্থ  ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আছাদুদ-জামান চৌধুরী জানান, টেকনাফের শাহপরীরদ্বীপ ও শীলখালী পয়েন্ট দিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচারের সংবাদ পেয়ে আভিযান চালায় বিজবি। এসময় টেকনাফের শাহপরীরদ্বীপ গোলারচর এলাকা থেকে ১৩ জন রোহিঙ্গাকে উদ্ধার ও ১ জন দালালকে আটক করা হয়। 
শীলখালীর নোয়াখালীয়া পাড়া পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন রোহিঙ্গাকে ও ১ দালালকে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হবে এবং দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আটক রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে দালালদের মোটা অংকের টাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল।

সিভয়েস/এএস


 

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়