Cvoice24.com


চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

প্রকাশিত: ১৫:১৯, ৬ ফেব্রুয়ারি ২০১৯
চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

ছবি: সিভয়েস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুইপক্ষ সিক্সটি নাইন সিএফসি ফের সংঘর্ষে জড়িয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা দুইটায় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার পর হলের গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষের এক পর্যায়ে সিএফসি গ্রুপের কর্মীরা শাহজালাল হলের গেইট ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারী থানা পুলিশ তিন রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

পূর্বঘটনার জের ধরে আবারও সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ষোলশহর স্টেশনে সিক্সটি নাইনের কয়েকজন কর্মী ইমন নামে সিএফসির এক কর্মীকে মারধর করে। রাত সাড়ে ৯টার শাটল ট্রেন ক্যাম্পাসে পৌঁছালে উভয় গ্রুপ ধাওয়া পাল্টা-ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। ঘটনায় ৩ ছাত্রলীগ কর্মী আহত হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টার পরিস্থিতি শান্ত হলেও আজ বুধবার দুপুরে ফের উভয় গ্রুপ ইট পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলে দেশিয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। যেকোনো পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, দু’পক্ষের ঝামেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় দুই হলের সামনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাউন্ড টিয়ারগ্যাস ছুঁড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

-সিভয়েস/এসএ

চবি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়