Cvoice24.com


ভুল প্রশ্ন: সাত কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রকাশিত: ১৪:০৭, ৪ ফেব্রুয়ারি ২০১৯
ভুল প্রশ্ন: সাত কেন্দ্র সচিবকে অব্যাহতি

এসএসসি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত সাত কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শনিবার প্রথম দিনে ৩৯৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা ২০১৮ সালের সিলেবাস আলোকে প্রণীত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সাত কেন্দ্র সচিবের শোকজের জবাবের পরবর্তী সিদ্ধান্তে  ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব সাহেদা আকতার, উখিয়া উপজেলার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আমিনুল এহসান মানিক,গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব রোকেয়া খানম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. নাসির উদ্দিন, মিউনিসিপাল সিটি কর্পোরেশন মডেল উচ্চ বিদ্যালয় কলেজ  কেন্দ্রের শাহেদুল কবির চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব আবুল হাশেমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা বোর্ড।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান সিভয়েসকে জানান, এফ এম ইউনুছকে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র,মো. ইদ্রিছ মিয়াকে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র,মোহাম্মদ শফিকুল ইসলামকে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ফাতেমা জাহানকে উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মো. নাজিম উদ্দিনকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আবদুল হককে মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, আবদুল কাদেরকে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিয়মিত অনিয়মিত শিক্ষার্থীদের আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা ছিলো।এরপরও ব্যবস্থা নেয়নি, যা আমরা সরেজমিনে দেখেছি।কেন্দ্র সচিবের ভুলের কারণে এই ভুল হয়েছে। তাই তাদের কারণ দর্শানো পরবর্তী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

নগরীর ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল,পতেঙ্গা উচ্চ বিদ্যালয়,গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, কক্সবাজার পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়,উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় উখিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০১৮ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।

-সিভয়েস/টিআর/এসএ/

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়