image

আজ, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ ,


চন্দনাইশে আ.লীগের মনোনয়ন চান ১৯ নেতা

চন্দনাইশে আ.লীগের মনোনয়ন চান ১৯ নেতা

ছবি: সিভয়েস

উপজেলা পরিষদ নির্বাচন ঘনিয়ে আসায় চন্দনাইশ উপজেলায় সরকারী দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ব্যাপক তোড়জোড় শুরু হলেও নির্বাচন নিয়ে বিএনপির কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। দলীয় প্রতীকে অনুষ্ঠেয় স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত। দলীয় মনোনয়ন নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। এবার চন্দনাইশ উপজেলায় সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি। এ পর্যন্ত ১৯ জন নেতা দলীয় মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছেন।

এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী অন্যতম। তিনি গত উপজেলা image পরিষদ নির্বাচনে এলডিপির হয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেও দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ২০১৬ সালে বর্তমান সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। এছাড়াও রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, দক্ষিণ জেলা আ’লীগের সহসভাপতি বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, আইন বিষয়ক সম্পাদক শিহাব উদ্দীন রতন, প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, অর্থ সম্পাদক এসএম নুরুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক এড. এসএম সিরাজুদৌলাহ, উপজেলা আ’লীগ সদস্য ফেরদৌস খান, শাহাদাত হোসেন চৌধুরী জসিম, শওকত হোসেন ফিরোজ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি একেএম নাজিম উদ্দীন, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, গাছবাড়িয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, বরমা ইউনিয়ন আ’লীগ সভাপতি শহিদুল ইসলাম কাজেমী ও কেন্দ্রীয় যুবলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দীন।

এদের মধ্যে প্রত্যেকেই দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আ’লীগ নেতাকর্মীদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক মাতামাতি লক্ষ্য করা গেলেও বিএনপিতে নেই কোন তৎপরতা। উপজেলায় দলটির সাংগঠনিক তৎপরতাও এক প্রকার থেমে গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় উপজেলা নির্বাচনেও নৌকা প্রতীকের প্রার্থী হতে আগ্রহীদের তালিকা দীর্ঘ বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ। ফলে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতাও তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের অবস্থান সংহত করতে নবনির্বাচিত এমপি’র সাথেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। দলীয় প্রার্থী বাছাইয়ের বেলায় তৃণমূল পর্যায়ের নেতাদের মতামতকেই প্রাধান্য দেওয়া হবে বিধায় তৃণমূলের নেতাকর্মীদের কাছে টানার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সম্ভাব্য এসব প্রার্থীরা।

-সিভয়েস/এস

আরও পড়ুন

পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদে ডিউক নির্বাচিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৭ নম্বর (পশ্চিম বাকলিয়া) ওয়ার্ড উপ-নির্বাচনে বিস্তারিত

মির্জা ফখরুলের আসনে ভোট ২৪ জুন

আগামী ২৪ জুন বগুড়া-৬ আসনে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ বিস্তারিত

শপথ নিলেন পাচঁ জেলার ৪৩ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার ৪৩ উপজেলা বিস্তারিত

আগামী সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইভিএম: ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুরোপুরি না হলেও অন্তত ৫০ ভাগ আসনে ইলেকট্রনিক বিস্তারিত

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান পদে নতুন নির্বাচনের জন্য রুল

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন বাতিল করে কেন বিস্তারিত

শপথ নিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

চতুর্থ  ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়ায় নব-নির্বাচিত বিস্তারিত

ভোটার হালনাগাদ শুরু ২৩ এপ্রিল থেকে

আগামী ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু বিস্তারিত

লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাবুল (আনারস), ভাইস বিস্তারিত

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি, এর দায় কমিশনের নয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, একটি বড় রাজনৈতিক দল বিস্তারিত

সর্বশেষ

রোহিঙ্গা প্লাবনের দুই বছরের খতিয়ান

দুই বছর আগে এই আগস্ট মাসেই সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ-নির্যাতনের মুখে বিস্তারিত

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিস্তারিত

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

টেকনাফে বাড়ি থেকে ধরে নিয়ে ওমর ফারুক (৩০) নামের এক যুবলীগ নেতাকে হত্যা করেছে বিস্তারিত

‘মানুষের শান্তি ফিরিয়ে আনতেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভগবান বিস্তারিত

সর্বস্বত্ত্ব সংরক্ষিত, এই ওয়েব সাইটের যেকোন লিখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনি

close