Cvoice24.com


ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০৮:৫৪, ১৯ জানুয়ারি ২০১৯
ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রামের একে খান মোড় এলাকায় ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।

কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। তিনি বলেন, ভিক্টোরিয়া জুট মিলে আগুনের ঘটনায় কারো গাফিলতি কিংবা এর পেছনের কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিকে পুরো বিষয়টি তদারকি করে তদন্ত পেশ করার জন্য বলা হয়েছে। গঠিত কমিটির মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবিরকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সহকারী কমিশনার পঙ্কজ বড়ুয়া, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নেসার উদ্দিন আহমদ।

উল্লেখ্য, শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ভিক্টোরিয়া জুট মিলে আগুন লাগে। এরপরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

সিভয়েস/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়