Cvoice24.com


সোহরাওয়ার্দীতে চলছে আ’লীগের বিজয় উৎসব

প্রকাশিত: ০৮:০৩, ১৯ জানুয়ারি ২০১৯
সোহরাওয়ার্দীতে চলছে আ’লীগের বিজয় উৎসব

ছবি সংগৃহীত।

একাদশ সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজিত ‘বিজয় উৎসব’ শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আজ (১৯ জানুয়ারি) শনিবার সকাল থেকেই নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আসছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের স্লোগানের মুখরিত হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যান। বেলা ৩টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবস্থলে আসবেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করেছে দলটি। শেখ হাসিনা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

সভাস্থলে যারা আসছেন তাদের অনেকের গায়ে লাল-সবুজ টি–শার্ট। সবুজ, হলুদ আর লাল টুপি মাথায়। ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী-সমর্থকেরা ছুটছেন সোহরাওয়ার্দীর দিকে।

সমাবেশস্থলে ঢোকার একাধিক ফটকে দেখা গেছে ব্যাপক ভিড়ের মধ্যে নেতা-কর্মিদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঞ্চের আশপাশে আওয়ামী লীগের প্রতীক নৌকা ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি রাখা হয়েছে।

দুপুর ১টায় এ প্রতিবেদন লেখার সময় সমাবেশস্থলের একটি উল্লেখযোগ্য অংশ ভরে গেছে মানুষে।

সিভয়েস/এএইচ

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়