Cvoice24.com


খাগড়াছড়িতে ‘পজিটিভ থিংকার্স’-এর শীতবস্ত্র প্রদান

প্রকাশিত: ১৪:২৯, ১৮ জানুয়ারি ২০১৯
খাগড়াছড়িতে ‘পজিটিভ থিংকার্স’-এর শীতবস্ত্র প্রদান

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘পজিটিভ থিংকার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুক্রবার (১৮ জানুয়ারী) সকালে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার ব্যাঙমারা এলাকায় ৪শ গরীব দুস্থ ব্যক্তিকে শীতবস্ত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম জিল্লুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, মো. শাখাওয়াত হোসেন, রিয়াদ হোসেন, মোহাম্মদ হাসান, মাটিরাঙা থানার ওসি সৈয়দ জাকির হোসেন এবং মাটিরাঙা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা।

‘পজিটিভ থিংকার্স এর প্রতিষ্ঠাতা জিকু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদকর্মী প্রদীপ চৌধুরী, বিপাশা দাশ, মমতাজ জাহান, খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্ট এর ইউনিট প্রধান হাফসা বেগম, সাবেক প্রধান রবিউল ইসলাম, পজিটিভ থিংকার্স’ এর কাশপিয়া নুর, ইস্ফা নুর, তৌহিদুল ইসলাম, মুনজিবা ইমরাবা, ইসমাঈল হোসেন নয়ন, মাটিরাঙা ইউনিট প্রধান মো. ফরিদউদ্দিন, মাটিরাঙ্গা ইউনিয়ন পষিদের মেম্বার অমৃত কুমার ত্রিপুরা, চন্দ্র কিরন ত্রিপুরা,সুমন ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা, ধুতুরা বালা ত্রিপুরাসহ সামাজিক সংগঠনের সদস্যরা।

-সিভয়েস/আরএইচ

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়