Cvoice24.com


রাতের আধাঁরে নীল শহর

প্রকাশিত: ১৪:৪০, ১৭ জানুয়ারি ২০১৯
রাতের আধাঁরে নীল শহর

নীল রঙটা অনেকের প্রিয় হলেও

কেউ এ নীল রঙ্গের বিশালতা নিয়ে ভাবে না

ভাবে না এ নীল রঙের নীল কপিটার গভীরতা কি

বেলা শেষে সন্ধ্যা নামে।

সাথে নামে আলোহীন অন্ধকার।

প্রয়োজন শেষে মানুষ ফিরে যায় নিজ ভুবনে।

ফিরে যায় এক ক্লান্ত শরীর নিয়ে।

ক্লান্ত ভরা দেহ নিদ্রা পাওয়ার আশায়।

কেউ কি জানে এ অন্ধকার শহরের রাতের নীল রংটা কেমন?

কেনইবা জানবে প্রত্যেক মানুষতো আর এ শহর নিয়ে ভাবেনা।

ভাবে না এই নীল রং কি?

কারণ পৃথিবীতে মানুষ বাঁচে আরেকটু কাল বাঁচার আশায়।

এই সমাজে নীল রঙের মানুষ সব জীবন সাঁজায় তাদের অগোছালো চরিত্রে।

তাদের মাঝে খোঁজে পাওয়া যায় না জগৎ সংসার কী?

রাতের অন্ধকারে এই শহরে ছড়িয়ে যায় অসৎ চরিত্রের সকল নীল মানুষ।

ভয়ংকর এক চরিত্র নিয়ে।

এই শহর আর ভালো লাগে না।

ভালো লাগে না নীল চরিত্র সব।

 

লেখক : শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

-সিভয়েস/আরএইচ

মোঃ আজমউদ্দীন

সর্বশেষ

পাঠকপ্রিয়