Cvoice24.com


ছেলেকে লুকিয়ে অপহরণ নাটক মায়ের

প্রকাশিত: ১০:১১, ১৭ জানুয়ারি ২০১৯
ছেলেকে লুকিয়ে অপহরণ নাটক মায়ের

ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ নাটক মায়ের

দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে ফিরিয়ে আনতে নিজ ছেলেকে দিয়ে অপহরণ নাটক সাজালেন মুন্সিগঞ্জ জেলার নয়গাও গ্রামের বাসিন্দা বিলকিছ বেগম।

খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ সাহাদাত হোসেন টিটো সিভয়েসকে জানান, মুন্সিগঞ্জ জেলার নয়গাও গ্রামের বাসিন্দা বিলকিছ বেগমের স্বামী জাকির হোসেন কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন। তাই স্বামীকে ফিরে পাওয়ার জন্য জাকির হোসেন তার ছেলেকে অপহরণ করেছে মর্মে স্বামী জাকির হোসেন ও দ্বিতীয় স্ত্রী হাজেরা বেগমসহ চারজনের বিরুদ্ধে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মিথ্যা অপহরণ মামলা করে।

আদালত অভিযোগটি খাগড়াছড়ি সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিলে খাগড়াছড়ি থানার দুটি পুলিশ টিম ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা ও বাদীর পিত্রালয় চাঁদপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ১৬ জানুয়ারি (বুধবার) বাদীর পিতা শহীদ মিয়ার বাড়ি থেকে বিলকিছ বেগমের ছেলেকে (ভিকটিমকে) উদ্ধার করে পুলিশ। 

খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ বলেন, এটি একটি সাজানো অপহরণ নাটক। যা বাদী তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য করেছিলেন। 

ভিডিও দেখতে ক্লিক করুন

-সিভয়েস/এসএইচ

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়