Cvoice24.com


রাঙামাটি কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষা সমাপনী

প্রকাশিত: ১৪:৫৬, ১৬ জানুয়ারি ২০১৯
 রাঙামাটি কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষা সমাপনী

বন্ধু ছোট্ট একটি শব্দ, এ শব্দে জড়িয়ে থাকে হাজারো আনন্দ, বেদনা, রাগ, অভিমান সহ আরো কত কিছু। অকপটে যাকে বলা যায় মনের শত কথা। বন্ধু মানেই দ্বিতীয় আরেকটি পৃথিবী। এই বন্ধুদের সাথে হাজার রঙে রাঙানো থাকে কলেজ জীবন। স্কুলের গন্ডি পেরিয়ে যাদের সাথে ভালোবাসায় জড়িয়ে যায় একটি জীবন সেটার নামই ‘বন্ধু’।

কলেজের আনন্দ উদ্দীপনায় কাটানো দুই বছর সমাপ্ত যদি হয় আরো আনন্দ  পরিবেশে তাহলে সেই স্মৃতি জড়িয়ে থাকে জীবন ডাইরি খাতায় ভিন্ন সাজে। তাই রাঙামাটি সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থীরা সকল বন্ধুদের সাথে নিয়ে ভালোবাসায় একটি ভিন্ন অধ্যায় রচনার জন্য আয়োজন করেছিলো দ্বাদশ শ্রেণী শিক্ষা সমাপনী।

বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে নানান বাহারি পোষাকে সেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মিলিত হয়েছিলো আনন্দঘোন সমাপনী অনুষ্ঠানে। তাদের সাথেই কলেজ সেজেছিলো বাহারি রূপে, বাহারি সাজে। সেজেছিলো প্রতিটি শ্রেণী কক্ষ। তাদের আনন্দের জোয়ারে কলেজে ছিলো রমরমা পরিবেশ। শিক্ষা সমাপনী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছিলো বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশগ্রহন করেছিলো দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে রোপন করা হয়েছিলো জীবনের বন্ধু নামে পরিচিত অন্য এক বন্ধু যার নাম ‘বৃক্ষ’।

শিক্ষার্থীদের এমন আনন্দ ঘোন পরিবেশ আরো আনন্দে ভরিয়ে দিতে তাদের সাথে যোগ দিয়েছিলো কলেজের অধ্যক্ষ প্রফেসর মঈনউদ্দীন, উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আবুল হাশেম, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসান মো. মফিজুল হক।

এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসন্ন এইচএসসি পরিক্ষাসহ জীবন গঠনের নানাবিধ প্রসঙ্গে তুলে ধরেন। পরে শিক্ষকদের সাথে নিয়ে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেক কাটেন এবং পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় নাচে-গানে বন্ধুদের সাথে মেতে উঠেছিলো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। দেখা গিয়েছে আবির মেখে বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠতে সকলকে। এছাড়া সকলে সাদা গ্যাঞ্জিতে স্মৃতি জড়িয়ে রাখতে একে অন্যকে গ্যাঞ্জিতে লিখে দিয়েছিলো নানান মন্তব্য ও প্রিয় বন্ধুর নামখানা। স্মৃতিতে জড়িয়ে থাক এমনই একটি দিন, ভালোবাসায় আবদ্ধ থাক বন্ধুত্বের কলেজ জীবনের শেষ দিনটি এমনটাই প্রত্যশা দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের।

-সিভয়েস/এস

রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়