Cvoice24.com


আফগান তালেবানের শীর্ষস্থানীয় নেতা আটক

প্রকাশিত: ১৪:১৩, ১৫ জানুয়ারি ২০১৯
আফগান তালেবানের শীর্ষস্থানীয় নেতা আটক

পাকিস্তানে আফগান তালেবানের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে। আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে এই গোষ্ঠীর ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে ইসলামাবাদ এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে সংগঠনটি।

পাকিস্তানে আটক হওয়া তালেবান নেতা হাফেজ মোহিবুল্লাহ ২০০১ সালের আগে তৎকালীন তালেবান সরকারের ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহর থেকে তাকে আটক করা হয়।

আফগান তালেবানের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, হাফেজ মোহিবুল্লাহ বেশ কয়েক বছর ধরে পেশোয়ারে বসবাস করে আসছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তালেবানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে বাধ্য করার লক্ষ্যেই হাফেজ মোহিবুল্লাহকে আটক করা হয়েছে।

 

-সিভয়েস/আরএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়