Cvoice24.com


কুতুবদিয়ায় আগুনে পুড়লো ২০ দোকান, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ জানুয়ারি ২০১৯
কুতুবদিয়ায় আগুনে পুড়লো ২০ দোকান, কোটি টাকার ক্ষতি

ফাইল ছবি

কুতুবদিয়ার ধুরুংবাজারে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৪ জানুয়ারি) রাত ৩টার দিকে সিকদার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার পর বাজারের সিকদার মার্কেটে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। বাজারের ব্যবসায়ী, স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে ততক্ষণে ছোট-বড় ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ও মার্কেটের একাংশের মালিক মোর্শেদ আলম সিকদার সিভয়েসকে বলেন, মার্কেটে তাঁর নিজের তেলের দোকানসহ ২০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।  তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস, স্থানীয় দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী ক্ষতিগ্রস্ত দোকান-পাট পরিদর্শন করেন।
এদিকে স্থানীয়দের দাবি কুতুবদিয়া ফায়ার সার্ভিস না থাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে ব্যবসায়িদের।

সিভয়েস/এএইচ

মহেশখালী প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়