Cvoice24.com


এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দু’গ্রুপের হাতাহাতি, আহত ১০

প্রকাশিত: ১৩:৪৭, ১৪ জানুয়ারি ২০১৯
এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দু’গ্রুপের হাতাহাতি, আহত ১০

কক্সবাজারের পেকুয়ায় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমকে দেয়া সংবর্ধানে অনুষ্ঠানে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংসদ জাফর আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের অনুসারীরা তাদের বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মগনামা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনজুর আলম বলেন, দলের নেতাকর্মীরা সাংসদকে শুভেচ্ছা জানাতে গেলে শরাফত উল্লাহ ওয়াসিমের অনুসারীরা তাদের বাঁধা দেয়। নেতাকর্মীদের প্রতিবাদ জানালে তাদের মারধর করা হয়।

মগনামা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনজুর আলম, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সদস্য মো. দিদার, ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ সম্পাদক আসাদ নবী ও আওয়ামী লীগ নেতা সাদেকসহ ৮-১০ জন নেতাকর্মীকে মারধর করা হয়।

মগনামা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনজুর আলম বলেন, স্থানীয় নেতাকর্মীরা সাংসদকে ফুল দিতে চাইলে ওয়াসিমেরন অনুসারী নেজাম উদ্দিন, জয়নাল, জিয়াবুল, আলী আকবর, সোনাইয়া আমাদের বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে।

এব্যাপারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ও মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত উল্লাহ্‌ ওয়াসিম বলেন, মঞ্চে অতিরিক্ত মানুষ উঠা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ঘটেছে। দুপক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে একটু হাতাহাতি হয়েছে বলে শুনেছি। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-সিভয়েস/আরএইচ

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়