Cvoice24.com


ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ০৭:৫৯, ১৩ জানুয়ারি ২০১৯
ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রতীকি ছবি

আগামী ২১ জানুয়ারি ইসলামী ছাত্রসেনার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর। 

কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় শহীদ মুহাম্মদ লিয়াকত আলী (রহ.) এর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন, সকাল ১১টায় ছাত্রসেনার শহীদদের রূহের মাগফিরাত কামনায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও মুনাজাত। দুপুর ২টায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ। 

২০ জানুয়ারি (রবিবার) সকাল ১০টায় চট্টগ্রামের ১৫ টি স্পটে ছাত্রসেনার শুভেচ্ছা কার্ড, প্রচারপত্র, ফুল ও মাস্ক বিতরণ। বিকাল ৩টায় সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ। সন্ধ্যা ৬টায়  ছাত্রসেনার সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৩৯ বছর নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন। 

আর ২১ জানুয়ারি (সোমবার) দুপুর ২টায় চট্টগ্রাম শহীদ মিনার চত্বরে ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি। সংশ্লিষ্ট সকলকে তিন দিনব্যাপী কর্মসূচি সফল করার জন্য ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মাছুমুর রশিদ কাদেরী এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়