Cvoice24.com

দুদক হট লাইনে অভিযোগ
ঘুষের টাকাসহ কাষ্টমস কর্মকর্তা আটক

প্রকাশিত: ১৪:৪০, ১০ জানুয়ারি ২০১৯
ঘুষের টাকাসহ কাষ্টমস কর্মকর্তা আটক

ছবি : সিভয়েস

দুর্নীতি দমন কমিশন (দুদক) হট লাইন ১০৬ নম্বরে আসা একটি অভিযোগের ভিত্তিতে  ঘুষের ৬ লাখ টাকাসহ এক কাষ্টমস কর্মকর্তাকে আটক করেছে দুদক।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম কাষ্টম হাউজে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ কাষ্টমস কর্মকর্তা নাজিম উদ্দিন আহমদকে আটক করা হয়।

আটক নাজিম উদ্দিন আহমদ কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা (আরও) পদে কর্মরত।

জানা যায়, জাহাজের ছাড়পত্র দেওয়ার ফাইল আটকে রেখে জাহাজ কোম্পানির কাছ থেকে লাখ টাকা ঘুষ নেয় এই কাষ্টমস কর্মকর্তা। ঘুষের বিষয়টি দুদকের হট লাইনে আগে থেকেই জানিয়ে রাখে ওই কোম্পানি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘুষের লাখ টাকাসহ কাষ্টমস কর্মকর্তাকে আটক করে দুদক।

আটকের বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন দুদকের চট্টগ্রাম অঞ্চলের সহকারি পরিচালক হুমায়ন কবির।

তিনি জানান, আমাদের হট লাইন ১০৬ আসা এক অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ঘুষের টাকাসহ নাজিম উদ্দিন আহমদ নামের এক কাষ্টমস কর্মকর্তাকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে লাখ টাকা উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর আটক কাষ্টমস কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দেয় কাষ্টমস কর্তৃপক্ষ।

-সিভয়েস/এএস/এসএ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়