Cvoice24.com


ওভারটাইমের মূল্য বৃদ্ধির দাবিতে কেইপিজেডে বিক্ষোভ 

প্রকাশিত: ১৩:৪৮, ১০ জানুয়ারি ২০১৯
ওভারটাইমের মূল্য বৃদ্ধির দাবিতে কেইপিজেডে বিক্ষোভ 

প্রতীকি ছবি

নগরীর ইপিজেড থানাধীন কেইপিজেডের একটি তাবু কারখানায় বেতনের পাশাপাশি ওভারটাইমের মূল্য বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় কেইপিজেডস্থ ইউসুবিও নামক তাবু কারখানায় এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে সড়কে অবস্থান নেয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদ কামাল সিভয়েসকে জানান, কেইপিজেডের একটি কারখানায় বেতন সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো ধরণের বিশৃঙ্খলা করেনি শ্রমিকরা।

তাবু কারখানা ইউসুবিওতে কর্মরত রাসেল নামে এক শ্রমিক জানান, সরকার আমাদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছে কারখানা মালিকদের। কারখানা মালিক আমাদের সর্বনিম্ম বেতন ৮ হাজার ২শ’ টাকা করলেও ওভারটাইমের প্রতি কর্মঘন্টার মূল্য বাড়ায়নি। তাই আজ আমরা কাজ বন্ধ করে দিয়ে ধর্মঘটে নেমেছিলাম।

তিনি আরো জানান, নিয়মানুযায়ী বেতন বাড়লে বেসিকও বাড়েনি। আর বেসিকের উপর নির্ভর করে নির্ধারণ করা হয় ওভারটাইমের মূল্য। কারখানা মালিক চালাকি করে বেতন বাড়ালেও বেসিক বেতন না বাড়ানোর কারণে এই সমস্যা হয়েছে।

-সিভয়েস/এসএ/এমইউ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়