Cvoice24.com


আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল

প্রকাশিত: ১২:৩৪, ১০ জানুয়ারি ২০১৯
আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল

আগামী সপ্তাহে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন।

তিনি জানান, আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা করা হবে। জন্য কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন শুরু হবে।

নির্বাচনী আইন অনুযায়ী, সংসদে যে দল বা জোট যতটি আসন পাবে, তার আনুপাতিক হারে নারী আসন বণ্টন হবে। বর্তমানে ৩০০ আসনের সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত আছে। অর্থাৎ প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি করে নারী আসন।

-সিভয়েস/এসএ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়