Cvoice24.com


প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঢাকা যাবে নগর আ'লীগ

প্রকাশিত: ১৪:৪২, ৭ জানুয়ারি ২০১৯
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ঢাকা যাবে নগর আ'লীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ বারের মত শপথ গ্রহন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের বিজয় এবং চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১২ নভেম্বর নগর আওয়ামী লীগ কার্য়করী পরিষদ নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

এ ব্যাপারে নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে অপরাপর নেতৃবৃন্দের আলোচনা হয়েছে। আলোচনায় ঢাকা যাওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শপথ গ্রহন শেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ টুঙ্গিপাড়া যাওয়ার পরিকল্পনা রয়েছে। আবার এদিকে ১০ জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগের কর্মসূচি আছে। পরের দিন ১১ জানুয়ারি এম এ আজিজের মৃত্যুবার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণ বিকালে নগর আওয়ামী লীগের বর্ধিত সভার সিডিউল রয়েছে। এই সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাঝার জেয়ারত সম্পন্ন করে ঢাকায় ফিরবেন।

তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১২ জানুয়ারি তাকে শুভেচ্ছা জানাবো। তিনি আরো জানান, আগামী ১৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে অংশগ্রহণের ব্যাপারেও প্রস্তুতি নেয়া হচ্ছে।

কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঢাকা যাওয়ার জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে। ঢাকা গমনে ইচ্ছুক নেতৃবৃন্দের নাম তালিকাভুক্তি শুরু হয়েছে। নেতৃবৃন্দের সংখ্যার উপর বাস, ট্রেন বা বিমানে যাওয়ার পরিকল্পনা নেবে।

এ ব্যাপারে নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, যারা ঢাকায় যেতে ইচ্ছুক তাদের সংখ্যার ভিত্তিতে আমরা পরিবহনের ব্যবস্থা নেব। তবে প্রাথমিক ভাবে ট্রেনে যাত্রার সিদ্ধান্ত রয়েছে। আবার অবস্থা বুঝে বিমানেও যাওয়া হতে পারে।

নগর আওয়ামী লীগ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান, আজ এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে শুধু কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত হয়। এই কয়দিনের মধ্যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান সহ নগর আওয়ামী লীগের কয়েকটা কর্মসূচি আছে।

-সিভয়েস/এস

উজ্জ্বল দত্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়