Cvoice24.com


সাংবাদিক হাউজিংয়ের ভূমি জটিলতা নিরসনে মেয়রের আশ্বাস

প্রকাশিত: ১২:৩৮, ৬ জানুয়ারি ২০১৯
সাংবাদিক হাউজিংয়ের ভূমি জটিলতা নিরসনে মেয়রের আশ্বাস

ছবি : সিভয়েস

সাংবাদিকদের আবাসন প্রকল্প চট্টগ্রাম কো-অপারেটিভ হাউজিং সোসাইটির জমি নিয়ে চলমান আইনি জটিলতা নিরসনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। হাউজিং সোসাইটির ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি জটিলতার কারণে সাংবাদিকদের আবাসন বাস্তবায়নে নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে এই জটিলতার প্রায় ৮০ শতাংশ কাজ নিষ্পন্ন হয়েছে বলে জানা গেছে। 

আজ রোববার (৬ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম কো অপারেটিভ হাউজিং সোসাইটি কর্তৃক দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং  সোসাইটি শ্রেষ্ঠ জাতীয়  সমবায় পুরস্কার অর্জন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে সিটি মেয়র সাংবাদিকদেরকে হাউজিং সোসাইটির ভূমি জটিলতা নিরসনে সহায়তার আশ্বাস দেন। 

চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে ও সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএফইউজে সহসভাপতি রিয়াজ হায়দার, চট্টগ্রাম প্রেস ক্লাব সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জামালখান ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিএফইউজে যুগ্ম মহাসচিব কাজী মহসিন, সাংবাদিক নেতা অঞ্জন সেন ও সমীর বড়ুয়া প্রমুখ।

-সিভয়েস/ইউডি/এসএ/এমইউ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়