সুবর্ণচরে গণধর্ষণ: ৭ জনের ৫ দিন করে রিমান্ড

প্রকাশিত: ০৭:৩১, ৬ জানুয়ারি ২০১৯
সুবর্ণচরে গণধর্ষণ: ৭ জনের ৫ দিন করে রিমান্ড

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট সাতজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৬ জানুয়ারি) সকালে পুলিশ গ্রেফতারকৃত সাতজনকে আদালতে সোপর্দ করে সাতদিন করে রিমান্ড চাইলে আদালত পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশ জানায়, আজ রোববার সকালে গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে (চরজব্বার) সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আজ বেলা ১২টার দিকে আসামীদের রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালত সাত আসামীর প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড ধার্য করে।
 
জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতের বিচারক নবনিতা গুহ রিমান্ডের শুনানি করেন।

আদালতে সোপর্দকৃত আসামিরা হলেন- এজাহারভুক্ত বাদশা আলম বাসু, মো. সোহেল, মো. স্বপন, ইব্রাহিম খলিল বেচু, ঘটনার মূলহোতা রুহুল আমিন, জড়িত সন্দেহে গ্রেপ্তার হাসান আলী বুলু ও জসিম উদ্দিন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, গ্রেপ্তারকৃত আট আসামীর মধ্যে একজনকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোট আট আসামীর মধ্যে সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সিভয়েস/এএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়