Cvoice24.com


অন্টারিও আওয়ামী লীগের বিজয় উৎসব পালন

প্রকাশিত: ০৮:২৯, ৩ জানুয়ারি ২০১৯
অন্টারিও আওয়ামী লীগের বিজয় উৎসব পালন

অন্টারিও আওয়ামী লীগের বিজয় উৎসব পালন।

বাংলাদেশ একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে বিজয় উৎসব পালন করেছে অন্টারিও আওয়ামী লীগ।

১ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় ড্যানফোর্থের মিজান অডিটোরিয়ামে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে এ নির্বাচনী বিজয় উৎসব শুরু হয়।

এ উপলক্ষ্যে অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং ড. আবদুল হাই সুমন ও ফারজানা শান্তার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. মোজাম্মেল খান, গোলাম সরওয়ার, মাসুদ আলী লিটন, ফায়জুল করিম, ফকরুল চৌধুরী মিলন, মহিউদ্দিন আহম্মেদ বিন্দু, মোহাম্মদ সাইফুল্লাহ, জিয়াউল আহসান চৌধুরী, খালেদ আহমেদ শামীম, ইফতেখারুল হাসান, ফৌজিয়া করিম, ইঞ্জিনিয়ার নওশের আলী, মনজুরুল করিম রুবেল, জাহান মোহাম্মদ আরশাদ, শেখ জসিম উদ্দিন, তুতিউর রহমান, মাহবুবুূল আলম, তাজুল ইসলাম, আবুল বাসার, আকরামুল ইসলাম, রায়হান চৌধুরী, মাহবুবুর রহমান, আবদুল মান্নান, আবদুল হামিদ প্রমুখ।

সভায় সংগীত পরিবেশন করেন শুমি বর্মণ ও ফারহানা শান্তা।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের বিজয় মানে মুক্তিযুদ্ধের চেতনার বিজয়। এ বিজয়ের মাধ্যমে দেশ রাজাকার মুক্ত হবে। একাত্তরের চেতনা সমৃদ্ধ হবে। তাই এ বিজয় ধরে রাখতে দেশে বিদেশে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার করার আহবান জানান বক্তারা।

-সিভয়েস/এসএইচ

কানাডা প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়