Cvoice24.com


আশেক উল্লাহ রফিককে মন্ত্রীর আসনে দেখতে চায় কক্সবাজারবাসী

প্রকাশিত: ০৫:৩৭, ৩ জানুয়ারি ২০১৯
আশেক উল্লাহ রফিককে মন্ত্রীর আসনে দেখতে চায় কক্সবাজারবাসী

আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আশেক উল্লাহ রফিক এমপি।

তার এ বিজয়ে উজ্জীবিত আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মীরা। উজ্জীবিত কক্সবাজারবাসী। তারা এবার এমপি আশেক উল্লাহ রফিককে মন্ত্রী হিসেবে দেখতে চায়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সাংসদ আশেক উল্লাহ রফিকের নের্তৃত্বে দলীয় নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমে এ আসনে কোন প্রকার সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়ায় অনুষ্ঠিত নির্বাচনে ২ লক্ষ ১৩ হাজার ৯১ ভোট পেয়ে বিজয়ী হন আশেক উল্লাহ রফিক।

জানা যায়, কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে সর্বমোট প্রায় ২ লক্ষ ৯৬ হাজার ৫শ ভোটারের মধ্যে আশেক উল্লাহ’র নৌকা মার্কার প্রাপ্ত ভোট ২ লক্ষ ১৩ হাজার ৯১। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদুর রহমান আজাদ (জামায়াত) আপেল মার্কার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৫শ ৮৭।

আবুল কাশেম নামে  স্থানীয় এক ব্যবসায়ী সিভয়েসকে বলেন, সাংসদ আশেক উল্লাহ রফিক কক্সবাজার-২ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি কাজে দক্ষ একজন মানুষ। মন্ত্রী করা হলে তিনি দেশের কল্যাণে কাজ করতে পারবেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি-জামায়াত জোটের ভোট ব্যাংক বলে খ্যাত এ আসনে উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগের ঘাটিতে পরিণত করা এমন একজন নেতাকে অবশ্যই এবার মন্ত্রীত্ব দিয়ে দেশের কল্যাণে নিয়োজিত করার সুযোগ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে আমরা জননেত্রী শেখ হাসিনার শুভ দৃষ্টি আকর্ষণ করছি।

-সিভয়েস/এসএইচ

এম বশির উল্লাহ, মহেশখালী

সর্বশেষ

পাঠকপ্রিয়