Cvoice24.com


নির্বাচনের আগে পুঁজিবাজারে স্বস্তি, বেড়েছে শেয়ারের দাম

প্রকাশিত: ১৩:১০, ২৬ ডিসেম্বর ২০১৮
নির্বাচনের আগে পুঁজিবাজারে স্বস্তি, বেড়েছে শেয়ারের দাম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার (২৬ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন সম্পন্ন হয়েছে।

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং প্রকৌশল খাত’সহ বেশিরভাগ খাতে শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্ট মহল। বড় দিন উপলক্ষে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) লেনদেন বন্ধ থাকার পর বুধবার দিনভর সূচক বৃদ্ধির মধ্যদিয়ে লেনদেন হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। অপর বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩৪ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা ছয় কার্যদিবস উত্থান হলো। তবে তার আগে টানা সাত কার্যদিবস দরপতন হয়েছিলো।

ডিএসই তথ্যসূত্রে জানা যায়, আজকের (২৬ ডিসেম্বর) কর্ম বাজারে ১১ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৩৫টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ২৪ লাখ ৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসই ৪৯ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই ইনডেক্স ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৬৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ৮১টির এবং ৩০টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এিই বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ৬০৫ টাকা। এর আগের দিন ৩২ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকা লেনদেন হয়েছিলো।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়