Cvoice24.com


পিইসিতে প্রথম সাতকানিয়া, ইবতেদায়ীতে ডবলমুরিং কোতোয়ালি

প্রকাশিত: ১৪:২০, ২৪ ডিসেম্বর ২০১৮
পিইসিতে প্রথম সাতকানিয়া, ইবতেদায়ীতে ডবলমুরিং কোতোয়ালি

ছবি : মিনহাজ ঝন্টু

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় প্রথম হয়েছে সাতকানিয়া উপজেলা। যেখানে পাশের হার ৯৯ দশমিক ৯৫ শতাংশ। উপজেলায় পরীক্ষার্থী ছিল হাজার ৫০৮ জন এবং পাস করেছে হাজার ৫০৪ জন।

অন্যদিকে, ইবতেদায়ীতে যুগ্মভাবে প্রথম হয়েছে ডবলমুরিং কোতোয়ালি থানা। উভয় থানায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পিইসি পরীক্ষার  চট্টগ্রাম জেলার ফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) আমিরুল কায়ছার। সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বছর চট্টগ্রামে পাসের হার ৯৭ দশমিক ৯৮ শতাংশ।

অন্যদিকে, ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় পাসের হার ৯৫ দশমিক ৮৭ শতাংশ। পিইসিতে এবার জিপিএ- পেয়েছে ১৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। ইবতেদায়ীতে জিপিএ- পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৯৯৯ জন।

বছর পিইসিতে নগরসহ চট্টগ্রামের ২০ শিক্ষা থানার লাখ ৪১ হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে লাখ ৩৮ হাজার ১৭৪ জন। ইবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে পাস করেছে ২২ হাজার ৮৩০ জন।

-সিভয়েস/ডাব্লিউএ/এসএ

সিভয়েস প্রতিবেদক 

সর্বশেষ

পাঠকপ্রিয়