Cvoice24.com


দীর্ঘতম রাতের পর ক্ষুদ্রতম দিন কাল

প্রকাশিত: ০৬:০৭, ২১ ডিসেম্বর ২০১৮
দীর্ঘতম রাতের পর ক্ষুদ্রতম দিন কাল

ছবি: সংগৃহীত

বছরের দীর্ঘতম রজনী হতে যাচ্ছে আজ শুক্রবার (২১ ডিসেম্বর)। আজ রাতেই চাঁদের আলোকে সঙ্গী করে বছরের দীর্ঘতম রাতের অভিজ্ঞতা নেবেন সবাই। অন্যদিকে আগামীকাল শনিবার (২২ ডিসেম্বর)’র দিনটি হবে বছরের সবচেয়ে ছোট দিন। 

এমন অবশ্য ঘটবে উত্তর গোলার্ধের দেশগুলোতে। দক্ষিণ গোলার্ধে অবস্থান নেওয়া দেশগুলো থাকবে বিপরীত অবস্থানে। অর্থাৎ সেখানে একই সময়ে হবে দীর্ঘতম দিন ও হ্রস্বতম রাত। 

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। এ সময় উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে। দক্ষিণ গোলার্ধে দেখা যায় বিপরীত অবস্থা। 

দীর্ঘতম রাত হলেও সঙ্গী হিসেবে থাকবে চাঁদ। আর তাই চাঁদের আলো সারারাত জুড়েই সঙ্গ দেবে পৃথিবীকে। 

২১ ডিসেম্বর মকর বৃত্তে অবস্থান করে সূর্য। এ সময় উত্তর গোলার্ধে হয় দীর্ঘতম রাত এবং পরদিন হয় ক্ষুদ্রতম দিন। 

-সিভয়েস/এমইউ

সিভয়েস ডেস্ক 

সর্বশেষ

পাঠকপ্রিয়