Cvoice24.com


কাল প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স, ঐক্যবদ্ধ নগর যুবলীগ

প্রকাশিত: ১৬:৩৫, ১৮ ডিসেম্বর ২০১৮
কাল প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স, ঐক্যবদ্ধ নগর যুবলীগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আহ্বানে নগর যুবলীগ ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। আগামিকাল বুধবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের ভোটারদের সঙ্গে ‘ভিডিও কনফারেন্স’ এর প্রস্তুতি উপলক্ষে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম, মাহবুবুল হক সুমন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুল মান্নান ফেরদৌস’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের তিনটি এবং শহরতলির তিনটি (আংশিক) মিলে মোট ছয়টি আসন আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। বুধবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের বিষয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের নিয়ে আমরা বৈঠক করেছি।

যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করার লক্ষ্যে আমরা বৈঠক করেছি। মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।  

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়