Cvoice24.com


বিজিসিটিইউবিতে লার্নিং ম্যানেজম্যান্ট সিস্টেমস শীর্ষক ওয়ার্কশপ

প্রকাশিত: ১৫:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৮
বিজিসিটিইউবিতে লার্নিং ম্যানেজম্যান্ট সিস্টেমস শীর্ষক ওয়ার্কশপ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ শিক্ষার মান উন্নয়নে ‘ডিজাইনিং ইন লার্নিং ম্যানেজম্যান্ট সিস্টেমস: লার্নার ইক্সপেরিয়েন্স ডিজাইন ‘ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এর হায়্যার এজুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট ( হেকেপ) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেনস্ সেল ( আইকিউএসি) এর অধীনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক সৌমেন চক্রবর্তী’র সভাপতিত্ত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।

রিসোর্স পার্সন হিসেবে ভার্চুয়াল ওয়ার্কশপে অনলাইনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক এর স্পোর্টস সায়েন্স এন্ড ক্লিনিক্যাল বায়োমেকানিক্স এর সহযোগী অধ্যাপক মো. সাইফুউদ্দীন খালিদ। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন এবং আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক জাহেদ বিন রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, সঠিক পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদের পাঠদান করত হবে। তবেই পাঠদান প্রক্রিয়া অর্থবহ হবে। সেক্ষেত্রে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে ও জ্ঞানের পরিধি বিস্তারে এই ধরনের ওয়ার্কশপের গুরুত্ব অপরিসীম।

তিনি আরো বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীগণ উন্নত বিশ্বে বহুল প্রচলিত ডিজাইনিং ইন লার্নিং ম্যানেজম্যান্ট সিস্টেম ( এলএমএস) এর উপর সম্যক ধারনা পাবেন।

কর্মশালায় পরবর্তী সময়ে রিসোর্স পার্সন হিসেবে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক এর স্পোর্টস সায়েন্স এন্ড ক্লিনিক্যাল বায়োমেকানিক্স এর সহযোগী অধ্যাপক মো. সাইফুউদ্দীন খালিদ অনলাইনে ডিজাইনিং ইন লার্নিং ম্যানেজম্যান্ট সিস্টেমস ( এলএমএস) এর উপর প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত ধারণা প্রদান করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

-সিভয়েস/আরএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়