Cvoice24.com


সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত

প্রকাশিত: ১৫:১৮, ১৮ ডিসেম্বর ২০১৮
সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত

ঘূর্ণিঝড় 'ফেথাই' দুর্বল হওয়ার পর ভারতের অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ফলে সাগর উত্তাল রয়েছে।

বর্তমানে লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর ও নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ ও কাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সাথে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তন থাকবে। তাপমাত্রা সর্বোচ্ছ ২৭.৯ ও সর্বনিম্ন ২০.৫ হতে পারে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সিভয়েস /এমআই/আরএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়