Cvoice24.com


ফটিকছড়িতে জমে উঠেছে র্নিবাচনী প্রচারণা

প্রকাশিত: ১২:১৬, ১৮ ডিসেম্বর ২০১৮
ফটিকছড়িতে জমে উঠেছে র্নিবাচনী প্রচারণা

চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এই আসনে মোট প্রার্থী আছেন সাত জন।

তারা হলেন মহাজোট মনোনীত প্রার্থী বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি( নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী কর্নেল (অবঃ) আজিম উল্যাহ বাহার (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে এটিএম পেয়ারুল ইসলাম (আপেল), ইসলামী ফ্রন্ট মনোনীত বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারি(মোমবাতি), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মো. ফেরদৌস আলম সেলিম (চেয়ার), জাতীয় পার্টি প্রার্থী জহুরুল ইসলাম রেজা (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আতিক উল্যাহ বাবুনগরী(হাত পাখা)।

প্রার্থীদের প্রতীক সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে উপজেলার অলিগলি। প্রার্থীদের নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে চলছে দিনব্যাপী মাইকিং। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে জোর প্রচারণা।

প্রার্খীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া সহ গণসংযোগ, পথসভার মাধ্যমে ভোটারদের মন কাড়ার চেষ্টা করেছেন তারা।

বিয়ে, জানাযা, ওয়াজ মাহফিল, পুজাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হচ্ছেন প্রতিনিধিরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন তারা। নির্বাচিত হলে এলাকার মানুষের জন্যে কি কি করবেন প্রার্থীদের জানান দিচ্ছেন তারা।

মহাজোট মনোনীত প্রার্থী বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি উপজেলার নানুপুর, বক্তপুর, ধর্মপুর, জাপতনগর, ভুজপুর, নানায়নহাটসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে এটিএম পেয়ারুল ইসলাম উপজেলার ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, লেলাং, নানুপুর, ধর্মপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

বিএনপি প্রার্থী কর্ণেল (অবঃ) আজিমউল্লাহ বাহার পাইন্দং, বক্তপুর, নানুপুর, আজাদীবাজারসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন।।

ইসলামী ফ্রন্ট মনোনীত বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারি নানুপুর, নাজিরহাট, বিবিরহাট,কাননগর, সুয়াবিল, আজাদীবাজার, খিরামসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন।

-সিভয়েস/আরএইচ

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়