Cvoice24.com


কোতোয়ালী-বাকলিয়াতে ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ

প্রকাশিত: ০৯:০৯, ১৮ ডিসেম্বর ২০১৮
কোতোয়ালী-বাকলিয়াতে ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ

ছবি : আজিম অনন

চট্টগ্রাম -৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১৪৪টি কেন্দ্রতে ইভিএমে পরীক্ষামূলক ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় এ ভোট গ্রহণ শুরু হয়।

ইভিয়েমে ভোট দিতে আসা বেসরকারি চাকরিজীবী সাকিবুল হাসান বলেন, ইভিয়েমে কিভাবে ভোট দিতে হবে সেটা জানতে কেন্দ্রে এসেছি।এখানে এসে দেখতে পাই পরীক্ষামূলক ভোট চলছে, তাই আমিও এই প্রথম ইভিএমে ভোট দিলাম।

জান্নাত আরা সুমি নামে এক শিক্ষার্থী বলেন, ইভিএমে ভোটের বিষয়ে বেশি অগ্রহ তার। তাই কেন্দ্রতে পরীক্ষামূলক ভোট দিতে আসলাম। ইভিএমে ভোট দেয়া কঠিন বিষয় নয়।

কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা মরুল হাসান সিভয়েসকে বলেন, আজ ৯টি ভোট কেন্দ্রে স্কুলে ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষামূলক ভোট সাময়িক বন্ধ ছিল। পরীক্ষার পর আমরা সেসব কেন্দ্রে পরীক্ষামূলক গ্রহণ শুরু করি। এ ভোট গ্রহণ চলবে ১৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রাম-৯ আসনে ১৪৪টি ভোট কেন্দ্রে প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে।

সিভয়েস/এমআই/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়