Cvoice24.com


ফটিকছড়িতে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী পেয়ারু!

প্রকাশিত: ০৭:৫০, ১৮ ডিসেম্বর ২০১৮
ফটিকছড়িতে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী পেয়ারু!

এটি এম পেয়ারুল ইসলাম।

ফটিকছড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটি এম পেয়ারুল ইসলাম (আপেল মার্কা) প্রার্থীতা প্রত্যাহার করেছেন এ রকম গুঞ্জন ওঠেছে। বিশেষ করে গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) থেকে স্যোশাল মিডিয়া ও স্থানীয়দের মাঝে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

একজন আরেকজনের কাছে জানতে চাইছেন পেয়ারু ভাই নমিনেশন প্রত্যাহার করেছেন কিনা? অনেকে স্থানীয় সাংবাদিকদের কাছেও ফোন করে বিষয়টির সত্যতা জানতে চাইছেন।

তবে পেয়ারুর কর্মী সমর্থকরা এখনও অনড়। তারা বলছেন, বিষয়টি সত্য নয়। পেয়ারু ভাই অবশ্যই নির্বাচন করবেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সিভয়েসকে জানান, পেয়ারু ভাই চাপের মধ্যে আছেন, প্রত্যাহার করলেও অবাক হওয়ার কিছু নেই।

এ ব্যাপারে মহাজোট প্রার্থী সমর্থিত উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু বলেন, এ টি এম পেয়ারুল ইসলামের নমিনেশন প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে প্রত্যাহারের সম্ভাবনা বেশি বলে জানান তিনি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এটি এম পেয়ারু সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী সিভয়েসকে বলেন, পেয়ারু ভাইয়ের সরে যাওয়ার বিষয়টি সঠিক নয়। এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। এ রকম কিছু হলে আপনাদের জানানো হবে।

উল্লেখ্য, ফটিকছড়ি আসনে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা এটি এম পেয়ারুল ইসলাম।

-সিভয়েস/এসএইচ

ফটিকছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়