Cvoice24.com


আগ্রাবাদে ৬শ কেজি অবৈধ পলিথিন জব্দ

প্রকাশিত: ০৭:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৮
আগ্রাবাদে ৬শ কেজি অবৈধ পলিথিন জব্দ

ছবি : প্রতীকী

নগরীর ছোটপোল, আগ্রাবাদ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৬শ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্ত চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এ অভিযান পরিচালনা করেন।

বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।

মো. আজাদুর রহমান মল্লিক বলেন, অভিযান পরিচালনাকালে শাপলা কমিউনিটি সেন্টার সংলগ্ন ছোট পোল, আগ্রাবাদ এলাকার মেসার্স কোয়ালিটি পলি ম্যানুফ্যাকচারার নামীয় প্রতিষ্ঠান হতে ৬০০ (ছয়শত) কেজি পলিথিন জব্দ করা হয়।

অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের কারণে মেসার্স কোয়ালিটি পলি ম্যানুফ্যাকচারার নামীয় প্রতিষ্ঠানের মালিক মো. আবু সাঈদকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘন করায় নোটিশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়