Cvoice24.com


পার্বত্য এলাকাতেও সুষ্ঠু নির্বাচন হবে : রাঙামাটিতে নুরুল হুদা

প্রকাশিত: ০৭:১১, ১৮ ডিসেম্বর ২০১৮
পার্বত্য এলাকাতেও সুষ্ঠু নির্বাচন হবে : রাঙামাটিতে নুরুল হুদা

রাঙামাটিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা। ছবি : সিভয়েস

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার নির্বাচনীয় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা বলেছেন, সমতলের ন্যায় পার্বত্য এলাকায়ও সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। নুরুল হুদা আরও বলেন, তিন পার্বত্য জেলার মানুষ ভিন্ন, তারা শান্তিপূর্ণ মনোভাবের।

আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট (উসাই) মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসমারিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সিইসি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন বক্তব্য ভিত্তিহীন। সকল রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা সবকিছুই করতে পারছে, এতেই বোঝা যাচ্ছে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

উল্লেখ্য, এই তিন জেলায় মোট ১১ লক্ষ ভোটার রয়েছে। তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী।

-সিভয়েস/এসএইচ

রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়