Cvoice24.com


মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত: ১৩:৪১, ১৭ ডিসেম্বর ২০১৮
মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১২

হাজী মুহাম্মদ মহসিন কলেজে ডিগ্রি কোর্সের ভর্তি কার্যক্রমে আধিপত্য বিস্তার নিয়ে পূর্বের হামলা ও উস্কানিমূলক কথার কারণে রনি ও টিনু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় দু’গ্রুপের প্রায় ১২ জন কর্মী আহত হয়। আজ সোমবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় রনি গ্রুপের ছাত্রলীগকর্মী ৩য় বর্ষের সুমন (অর্থনীতি), ৪র্থ বর্ষের (অর্থনীতি) হুমায়ুন কবির, ৩য় বর্ষের আহাদ জিসান (ব্যবস্থাপনা বিভাগ), ২য় বর্ষের (ডিগ্রী) নূর কায়েস, মো. সোহাগ, মো. ইমরান, নুহাস, জয় ঘোষ, রাকিব এবং টিনু গ্রুপের সদস্য হেলাল ও রিদয় আহত হয়েছেন বলে জানা যায়।

রনি গ্রুপের ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন জানান, গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রনি সমর্থিত ছাত্রলীগের এক সদস্যের উপর হামলা চালায় টিনু গ্রুপের সমর্থকরা। এঘটনায় সৈকত নামে এক ছাত্র আহত হয়ে গত ৩ দিন ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিল।

তিনি জানান, আজ সোমবার তারা বহিরাগত কিছু সন্ত্রাসী এনে আমাদের কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক কথা বলতে থাকে। একপর্যায়ে এ নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আমাদের প্রায় ১০ জন কর্মী আহত হয়।

এবিষয়ে টিনু গ্রুপের ছাত্রলীগ নেতা অভির কাছে জানতে চাইলে তিনি সিভয়েসকে জানান, আমি এ বিষয়ে কিছুই জানিনা। তবে শুনেছি মারামারি হয়েছে। এ ঘটনায় আমাদের কেউ আহত আছে কিনা জানিনা।

চকবাজার থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন মারামারি প্রসঙ্গে সিভয়েসকে বলেন, ডিগ্রির শিক্ষার্থী ভর্তি নিয়ে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে বড় কোনো ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিভয়েস/এস.আর

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়