Cvoice24.com


বুদ্ধিজীবী দিবসে দৃষ্টি চট্টগ্রামের বিশেষ আয়োজন

প্রকাশিত: ১০:২৯, ১৭ ডিসেম্বর ২০১৮
বুদ্ধিজীবী দিবসে দৃষ্টি চট্টগ্রামের বিশেষ আয়োজন

বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে “মুক্তির কথা শুনি” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে দৃষ্টি চট্টগ্রাম।

১৪ ডিসেম্বর দৃষ্টির মেহেদীবাগ সেমিনার হলে  এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহান উদ্দিন শাওন, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, সিনিয়র সহ-সভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক সাবের শাহ। 

দৃষ্টির সাংগঠনিক সম্পাদক কাজী আরফাতের সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন অর্নিবাণ বড়ুয়া, কাজী তৌকির জাহিন, সাখাওয়াত হোসেন মজুমদার, হোসাইন সামি।  আবৃত্তি পরিবেশন করেন ইয়াসির সিলমী, বেনজির সাইমুম, হাসান জাদিদ মাশরুখ, ঐন্দ্রিলা বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতি আত্মবিস্মৃত জাতি।  তারা সহজে অতীত ইতিহাস ভুলে যায়।  স্বাধীনতা লাভের দীর্ঘ ৪৭ বছর পরও এদেশে এখনো  স্বাধীনতা বিরোধী সক্রিয় রয়েছে এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।

বক্তারা আরো বলেন, স্বাধীনতা এবং বঙ্গন্ধুকে কোনোভাবে আলাদা করা যাবে না।  বঙ্গবন্ধু এদেশের মানুষকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেছেন, তাদের মুক্তি দিশা দিয়েছেন। 

-সিভয়েস/আরএইচ  
 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়