Cvoice24.com


নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হচ্ছে সোমবার

প্রকাশিত: ১৫:৩২, ১৬ ডিসেম্বর ২০১৮
নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হচ্ছে সোমবার

সদ্য প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ আগামীকাল সোমবার (১৭ ডিসেম্বর) দেশে আনা হচ্ছে। আজ রোববার (১৬ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

দোদুল বলেন, সোমরার বাবার মরদেহ দেশে আনার চেষ্টা করছি। ব্যাংককে রোববার হলিডে হওয়ার কারণে ফ্লাইটের বিষয়টা এখনো নিশ্চিত করতে পারছি না। তবে আশা করছি সোমরার দুপুরে সম্ভব না হলেও রাতের ফ্লাইটে বাবার মরদেহ দেশে আনা সম্ভব হবে।

উল্লেখ্য, চিকিৎসারত অবস্থায় শুক্রবার (১৪ ডিসেম্বর) সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্রকার। প্রধানমন্ত্রীর উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য এই গুণী নির্মাতাকে গত ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিলো ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। গোলাপি এখন ট্রেনে, ভাত দে, কসাই, নয়নমণি, দুই পয়সার আলতা, জন্ম থেকে জ্বলছি’সহ এমন আরো কিছু জনপ্রিয় সিনেমার কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ একাধিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়