২৫তম টেস্ট সেঞ্চুরি উদযাপন বিরাট কোহলির

প্রকাশিত: ১৪:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৮
২৫তম টেস্ট সেঞ্চুরি উদযাপন বিরাট কোহলির

অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এতোদিন শচীনের একার দখলে ছিল। এখন থেকে এই রেকর্ডের ভাগিদার হলেন তারই যোগ্য উত্তরসূরি কোহলি।

তবে একটা জায়গায় শচীনকেও ছাড়িয়ে গেছেন কোহলি। অজিদের মাটিতে ৬ সেঞ্চুরি পেতে ২০ টেস্ট খেলতে হয়েছিল ‘লিটল মাস্টার’ শচীনকে। আর কোহলির লেগেছে মাত্র ১০ টেস্ট। তবে তালিকার শীর্ষে আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জ্যাক হবস (৯ ইনিংস) ও দ্বিতীয় স্থানে আরেক ইংলিশ ওয়ালি হ্যামন্ড (৭ ইনিংস)।

পার্থ টেস্টের তৃতীয় দিনে আজ রোববার (১৬ ডিসেম্বর) ২৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন কোহলি। ২১৪ বলে ১১ চারে সাজানো তার এই ইনিংস। সেঞ্চুরিটি তিনি এমন এক সময়ে পেলেন যখন পার্থের বাউন্সি পিচে রান করতে হিমশিম খাচ্ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এজন্য এটিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস বলা হচ্ছে।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়