Cvoice24.com


শাহ আমানতে সোয়া ৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

প্রকাশিত: ১৩:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৮
শাহ আমানতে সোয়া ৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ২৫৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। আজ রোববার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বাজার দর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর শাখার সহকারী কাস্টমস কমিশনার মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইট দুবাই থেকে সকাল সাড়ে ১০টায় শাহ আমানতে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী মো. শওকত আকবরের ব্যাগেজ স্ক্যানিংয়ে দিলে তার মধ্যে বিশেষ উপায়ে রাখা স্বর্ণের বারের ইমেজ দেখা যায়।

এরপর কর্তব্যরত কাস্টম কর্মকর্তারা যাত্রীর ব্যাগেজে রাখা ফুট মেসেঞ্জার, ব্লেন্ডারের মোটর খুলে সেখান থেকে ৩ হাজার ৪৪০ গ্রাম সিলভার প্রলেপযুক্ত গোলাকৃতির স্বর্ণপাত, খেলনা পিয়ানো ও ডিভিডি প্লেয়ারের অ্যাডপটারের ভেতর থেকে ৭০০ গ্রাম সিলভার প্রলেপযুক্ত ইংরেজি ‘ই’ আকৃতির স্বর্ণপাত এবং যাত্রীর মোবাইল তল্লাশি করে ১টি স্বর্নের বার উদ্ধার করেন। আটক যাত্রী ও তার মালামাল জব্দ করে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।  

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়