Cvoice24.com


মানবসেবায় এপেক্স বাংলাদেশ অনন্য উদাহরণ : চবি ভিসি

প্রকাশিত: ০৯:৫২, ১৬ ডিসেম্বর ২০১৮
মানবসেবায় এপেক্স বাংলাদেশ অনন্য উদাহরণ : চবি ভিসি

এপেক্স বাংলাদেশ, জেলা-৩ এর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চবি ভিসি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেছেন, জনসেবামূলক কাজের জন্য এপেক্স বাংলাদেশ আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃত একটি অনন্য দৃষ্টান্ত। দেশ বিদেশের লাখ লাখ এপেক্সিয়ানরা মানবসেবায় নিবেদিত প্রাণ। ১৫ ডিসেম্বর হোটেল আগ্রাবাদে অনুষ্টিত এপেক্স বাংলাদেশ, জেলা-৩ এর ৩৯তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি এসব কথা বলেন। 

বারআউলিয়াপেক্স শিরোণামে অনুষ্টিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা গভর্ণর এপেক্সিয়ান ড. এস. এম. হাসান আলী। সম্মেলনটি উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন শেবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান কাইয়ুম চৌধুরী, সাবেক জাতীয় সভাপতি এপেক্সিয়ান এড. খোরশেদুল আলম অরুণ প্রমুখ। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ইন্টারন্যাশনালের সাবেক সভাপতি এপেক্সিয়ান কুতুবুদ্দৌল্লাহ। সম্মেলনে বক্তারা বলেন, সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্য এই তিনটি আদর্শই এপেক্সের মূল ভিত্তি। তাই এপেক্সিয়ানগণ দেশ গঠনে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। তারা সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে সকলকে এপেক্স করার আহবান জানান। 

দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে আলোচনা সভা, জেলা গভর্ণর নির্বাচন, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ২০১৯ সালের জন্য জেলা গভর্ণর নির্বাচিত হন এপেক্সিয়ান এডভোকেট এরশাদুর রহমান রিটু। 

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার উদ্যোগে ও জেলা কনভেনশন কমিটির সার্বিক পরিচালনায় অনুষ্টানে দেশের জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলার তিন শতাধিক এপেক্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনটি সার্বিক সফলকাম করায় জেলা কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান মোঃ নাসিম উদ্দীন, সেক্রেটারী এপেক্সিয়ান বশির আহম্মদ মনি, এডিটর এপেক্সিয়ান মোঃ জিয়াউল হক জিয়া এবং ট্রেজারার এপেক্সিয়ান ডি.এম. সোলায়মান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

-সিভয়েস/এসএইচ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়