Cvoice24.com


স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে শিক্ষার্থীদের বই দিল সিআইপি মুজিব

প্রকাশিত: ০৯:৫০, ১৬ ডিসেম্বর ২০১৮
স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে শিক্ষার্থীদের বই দিল সিআইপি মুজিব

বক্তব্য রাখছেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি

স্বাধীকার থেকে স্বাধীনতার ইতিহাস জানার জন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।

তিনি রবিবার (১৬ ডিসেম্বর) বাঁশখালী মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবসের আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান সিআইপি বলেন, শিক্ষার্থীদের দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে হলে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। তাই দেশের স্বাধীনতা সম্পর্কে জানতে হলে ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের ইতিহাস পড়তে হবে। এ দীর্ঘ সময়ে দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করেছিল তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ৯ মাসের যুদ্ধ শেষে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন রাষ্ট্র।

তাই তিনি শিক্ষার্থীদের জন্য কলেজ লাইব্রেরিতে মাহবুবুর রহমান রচিত 'বাংলার ইতিহাস ১৯৪৭ সাল থেকে ১৯৭১' দশ সেট বই প্রদান করেন।

সিভয়েস/এএইচ

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়