Cvoice24.com


ছবিতে মহান বিজয় দিবস

প্রকাশিত: ০৯:১৬, ১৬ ডিসেম্বর ২০১৮
ছবিতে মহান বিজয় দিবস

এম এ আজিজ স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিভিন্ন কসরত প্রদর্শন করছে ক্ষুধে শিল্পীরা। ছবি: মিনহাজ জন্টু

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের বাংলাদেশ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হলো স্বাধীনতা। বিজয়ের এ দিনে সেই সকল শহীদদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি।

একতারা হাতে মুক্তির গানে গানে নিজেদের শরীর দুলাচ্ছে ক্ষুধে শিল্পীরা।

পাকবাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরা হচ্ছে।

নাচে গানে ক্ষুধে শিল্পীদের নৃত্য পরিবেশনা।

৭মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের চিত্র ফুটে তোলার চেষ্টা ক্ষুধে শিল্পীদের।

মাতৃভূমিকে রক্ষায় জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে নারীরাও।

ক্ষুধে শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশন।

“চলো যায় যুদ্ধে, মাতৃভূমিকে বাঁচাতে” স্লোগানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে ক্ষুধে শিল্পীরা।

বিজয়ের হাসি ফুঁটে উঠেছে সদ্য মা হওয়া এক নারীর মুখে।

বিজয়ের পতাকা হাতে সেলপি নিচ্ছে এক নারী।

-সিভয়েস/এসএইচ/এমইউ

মিনহাজ জন্টু

সর্বশেষ

পাঠকপ্রিয়