Cvoice24.com


মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ১৪:৩০, ১৫ ডিসেম্বর ২০১৮
মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভাষা আন্দোলনের সক্রিয় সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক বিমল রায় চৌধুরী (৯৪) আর নেই। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে যশোর ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিমল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, কীর্তিমান এ রাজনীতিবিদ আজীবন নিরলসভাবে মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি আরো বলেন, বিমল রায়ের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়