Cvoice24.com


চিতাবাঘের হামলায় বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

প্রকাশিত: ১৫:০০, ১৩ ডিসেম্বর ২০১৮
চিতাবাঘের হামলায় বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

ভারতে চিতাবাঘের আক্রমণে বনে ধ্যান করতে যাওয়া এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) মহারাষ্ট্রের ‘তাদোবা’ বনে এই ঘটনা ঘটে। অঞ্চলটি বাঘের নিরাপত্তায় সংরক্ষিত ছিলো।

রাহুল নামের ওই সন্ন্যাসী বনের ভিতরেই বৌদ্ধ মন্দিরে দায়িত্ব পালন করতেন। কিন্তু ধ্যান করতে তিনি বনের বেশ গভীরে চলে যান। ওদিন সকালে আরেক বৌদ্ধ ভিক্ষু তাকে খাবার পৌঁছে দিতে গেলে রাহুলকে চিতাটি থাবা দিচ্ছে দেখতে পান। পরবর্তীতে কয়েকজনকে সাথে নিয়ে ঘটনাস্থলে এলে তাকে মৃত দেখতে পাওয়া যায়।

তাদোবা বনের কর্মকর্তারা জানান, তাকে বেশ কয়েকবার সাবধান করা হয়েছিল। সবাইকে সতর্ক করতে চাই কেউ যেন বনের খুব ভেতরে না যায়। তবে এই দুর্ঘটনার পর চিতাবাঘটিকে খাঁচায় বন্দি করে শান্ত করার পরিকল্পনা চলছে। ইতোমধ্যে দুটি খাঁচা ও ক্যামেরায় ফাঁদ পেতে রাখা হয়েছে।

বিশ্ব গণমাধ্যম সূত্রে আরো জানা যায়, রাজ্য সরকার রাহুলের পরিবারকে ১.২ মিলিয়ন রুপি সাহায্য দিবে বলে জানিয়েছে। ‘তাদোবা’ বনাঞ্চলে আনুমানিক ৮৮টি বাঘ রয়েছে বলে খবরে প্রকাশ পায়।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়