Cvoice24.com


টেকনাফে আগুনে চার বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১২:৪০, ১২ ডিসেম্বর ২০১৮
টেকনাফে আগুনে চার বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে এক বসত ঘরে আগুন লেগে দশটি কক্ষসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, আজ বুধবার(১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার আব্দুস শুক্কুরের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। টানা চার ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে আব্দুশ শুক্কুরের বাড়ি ছাড়াও আব্দুল মাজেদ, আব্দুল বাসেদ ও রহিমা খাতুনের বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত বিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা।

পুড়ে যাওয়া বসত ঘরের মালিক আব্দুস শুক্কুর বলেন,‘আমাদের টিনশেড ঘরে চার পরিবারের বসবাস ছিল। রাতের অগ্নিকান্ডের ঘটনায় পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকা পর্যন্ত বের করা সম্ভব হয়নি। ঘরটি তৈরি করতে আমাদের প্রায় ১৪ লক্ষ টাকা খরচ হয়েছিল। সব মিলিয়ে চার পরিবারে নূন্যতম বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এদিকে বসত ঘরে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছতে না পারাকে দায়ী করেছে স্থানীয়রা। তারা দাবি করেন, যথাসময়ে খবর দিলেও ফায়ার সার্ভিস পৌঁছায়নি। যার কারণে আগুন নিয়ন্ত্রন করতে স্থানীয়দের প্রচেষ্টায় টানা চার ঘন্টা সময় লেগেছে।

অভিযোগের ব্যাপারে টেকনাফ ফায়ার স্টেশন কর্মকর্তা ক্ষিরিতি রঞ্জন বড়ুয়া বলেন, বসত ঘরে আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে স্টেশন ছাড়ি। কিন্তু দ্বীপের যাতায়তের রাস্তা খারাপ হওয়ায় বেড়িবাঁধের অংশে গিয়ে আমাদের গাড়ি আটকে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে ফিরে আসি।

-সিভয়েস/আরএইচ

টেকনাফ প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়