Cvoice24.com

C
রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণের চাল নিয়ে সংঘর্ষ, আটক ৬

প্রকাশিত: ১৫:৩০, ১১ ডিসেম্বর ২০১৮
রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণের চাল নিয়ে সংঘর্ষ, আটক ৬

রোহিঙ্গাদের থেকে জোর করে কম মূল্যে চাল কেনাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার(১১ ডিসেম্বর) কুতুপালং ক্যাম্প ৭ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সেনা সদস্যরা ৬ জনকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রামের শামশুল আলমের ছেলে মাহবুবুল আলম (৩০), কুতুপালং পূর্ব পাড়া গ্রামের মো. শফির ছেলে মো. শাহ জান (৩০) একই গ্রামের মো. ছৈয়দের ছেলে আকতার (২৮), কুতুপালং ক্যাম্প ৭ বি ১৬ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম (২২), আবু ছিদ্দিক (৩০) ও লাল মিয়ার ছেলে শহিদুল আমিন (২৮)।

আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবুল খায়ের।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ায় ২৩ টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় শতাধিক চাল ক্রয় সিন্ডিকেট রয়েছে। যারা রোহিঙ্গা ক্যাম্পে প্রভাব বিস্তার করে রোহিঙ্গাদের দেয়া ত্রাণের চাল কম দামে জোর করে কিনে নেয়।

-সিভয়েস/আরএইচ

উখিয়া প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়