Cvoice24.com


তামিমের পরে ফিরলো রান মেশিন মুশফিকও

প্রকাশিত: ০৯:৪১, ১১ ডিসেম্বর ২০১৮
তামিমের পরে ফিরলো রান মেশিন মুশফিকও

ফাইল ছবি।

তামিম ইকবালের পর ফিফটিকে বড় ইনিংসে রূপ দিতে পারলেন না মুশফিকও। দারুণ খেলে শেষ পর্যন্ত তিনিও বিলিয়ে এলেন উইকেট।

ওশান টমাসের বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। বলের কাছে না গিয়েই মুশফিক চাইলেন গ্লাইড করে থার্ডম্যানে পাঠাতে। ব্যাটের কানা ছুঁয়ে বল কিপারের গ্লাভসে।
৮০ বলে ৬২ রান করে আউট হলেন মুশফিক। ২৬.৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩২।

দারুণ খেলতে থাকা তামিম নিজের উইকেট উপহার দিয়ে এলেন প্রতিপক্ষকে। দেবেন্দ্র বিশুর বলে স্লগ সুইপ খেলেছিলেন উড়িয়ে, মিড উইকেট সীমানায় বল হাতে জমান কেমার রোচ।

৬৩ বলে ৫০ করে ফিরলেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। ভাঙল ১১১ রানের জুটি। ২৩.৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২৫।

চোট কাটিয়ে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই তামিম দেখা পেলেন ফিফটির। বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান ক্যারিয়ারের ৪৩তম ওয়ানডে ফিফটি স্পর্শ করলেন ৬০ বলে।
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ-বাংলাদেশের পাঁচ সিনিয়র ক্রিকেটারের জন্য দারুণ এক মাইলফলকের ম্যাচ এটি। বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের পাঁচ নায়ক, দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে নেওয়ার পাঁচ নায়ক একসঙ্গে খেলতে নামছেন শততম আন্তর্জাতিক ম্যাচ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৮ ওভারে ১৩৬/৩।

-সিভয়েস/এইউ/এমইউ

ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়