Cvoice24.com


‘আমি গরিব, গরিবের জন্যে এমপি হতে চাই’

প্রকাশিত: ০৯:১৫, ১১ ডিসেম্বর ২০১৮
‘আমি গরিব, গরিবের জন্যে এমপি হতে চাই’

ফাইল ছবি

হিরো আলম। আসল নাম আশরাফুল আলম সাঈদ। এই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি। আলোচনা-সমালোচনা তর্ক-বিতর্কে হিরো আলমই এখন সবার মুখে ও মগজে। 

উচ্চ আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণের আদেশ দিয়েছেন ইসিকে। এ প্রসঙ্গে তিনি সিভয়েস প্রতিবেদক তানভীরুল মিরাজ রিপনের সাথে ফোনালাপে যা বলেছেন তার মার্জিত রূপ প্রিয় পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

সিভয়েস: উচ্চ আদালত আপনার মনোনয়নপত্র গ্রহণের আদেশ দিয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি ?

হিরো আলম: বিষয়টাকে আমি পজিটিভভাবে নিয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে সত্যের জয় সবসময় হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেইতো আইনের আশ্রয় নিয়েছি এবং ন্যায় সিদ্ধান্ত  পেয়েছি।

সিভয়েস: উচ্চ আদালতের নির্দেশের পর ‘ইসিকে হাইকোর্ট দেখিয়েছি’ মন্তব্য করেছিলেন।

হিরো আলম: নির্বাচন কমিশনের প্রতি আমি শ্রদ্ধাশীল। বিষয়টি আনকোড করেছে বিভিন্ন পত্র পত্রিকা।   

সিভয়েস: প্রথম দিকে আপনার মনোনয়ন খারিজ করা কি ষড়যন্ত্রের অংশ? 

হিরো আলম: হ্যাঁ। অনেকেই চাই না যে হিরো আলমদের মতো ব্যক্তিরা প্রার্থী হোক। নির্বাচন করে জনগনের ভোটে জয়ী হয়ে এমপি হোক। তারা চায় তারাই এমপি মন্ত্রী হোক শুধু। আমি আত্মবিশ্বাসী ছিলাম, আছি তাই আমি এতটুকু।   

সিভয়েস: জাতীয় পার্টি থেকে মনোনয়ন কেনার সময় বলেছিলেন এরশাদ এবং হিরো আলমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হবো। এখন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম কি এরশাদের জনপ্রিয়তা ছাড়া একাই জয়ী হতে পারবে? 

হিরো আলম: হ্যাঁ পারবো। আমি সৎ ও সততার সাথে আছি, থাকব বলেই আমি জয়ী হবো। জাতীয় পার্টি তো টাকা আত্মসাৎ করেছে অনেকেরই। বিশ হাজার টাকার মূল্যে ২৮০০ (দুই হাজার আট শ) মনোনয়ন ফরম তারা বিক্রি করেছে। কই তারা তো টাকা ফেরত দিচ্ছে না। রুহুল আমিন হাওলাদারের পিএস সোহেলও আমার কাছে টাকা দাবি করেছিল। আমি হিরো আলম টাকা দিয়ে অসৎদের সাথে থেকে নির্বাচন করব না।

সিভয়েস: আপনি জাতীয় পার্টির আদর্শ পছন্দ করে মনোনয়ন কিনলেন। এখন কি আপনাকে আদর্শ বিচ্যুত বলা যাবে?

হিরো আলম: আমি আদর্শহীন নই। আমি সৎ ও সততার বাইরে যাই না। আদর্শহীন ও অসৎ হলো জাতীয় পার্টি।  

সিভয়েস: কেন তৃণমূল থেকে এমপি হতে দেওয়া হয় না বলে মনে করেন? 

হিরো আলম: হিরো আলমের মতো তৃণমূলের লোকেরা এমপি হলে তারা সৎ ও সুন্দরভাবে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে। তারা দেশেকে দুর্নীতিতে প্রথম বা দ্বিতীয় বানাবে না তাই।  

সিভয়েস: আপনার এমপি হবার এতো আগ্রহ কেনো?

হিরো আলম: জনগণের সেবা করার জন্যই। জনগন আমাকে হিরো আলম বানিয়েছে। আমিও জনগণের সে ভালোবাসা কাজে লাগাবো তাদের জন্য।

-সিভয়েস/এসএইচ

তানভীরুল মিরাজ রিপন

সর্বশেষ

পাঠকপ্রিয়