Cvoice24.com


‘উপকূলের শান্তির অগ্রদূত’ স্বীকৃতি পেলেন সাংবাদিক এমএম আকরাম

প্রকাশিত: ১৬:২৪, ১০ ডিসেম্বর ২০১৮
‘উপকূলের শান্তির অগ্রদূত’ স্বীকৃতি পেলেন সাংবাদিক এমএম আকরাম

কক্সবাজার উপকূলে জলদস্যুদের মধ্যস্থতাকারী হিসেবে ‘উপকূলের শান্তির অগ্রদূত’ স্বীকৃতি পেলেন বেসরকাররি স্যাটেলাইট টিভি চ্যানেল টুয়েন্টিফোরের অনুসন্ধানী প্রতিবেদক এমএম আকরাম হোসাইন।

শনিবার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে তিনি এই স্বীকৃতি পান। কক্সবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ।

কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, মহেশখালীর ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, কুতুবজোম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ ড. সানাহউল্লাহ্, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক সাইফুর রহিম শাহীন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মিজান উর রশিদ।

এছাড়া সভায় ফোরামের সাধারণ সম্পাদক এম হোবাইব সজিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এম এম আকরাম হোসাইন গত ২১ অক্টোবর দ্বীপ উপজেলা মহেশখালীর অস্ত্রের কারখানা ও জলদস্যুদের আত্মসমর্পণের সংবাদ কাভার করে দেশব্যাপী আলোচিত হন। আত্মসমর্পণকারী ৬টি বাহিনীর ৪৩ সদস্যের মধ্যে ৫টি বাহিনীর ৩৭ জনের মধ্যস্থতা করেন তিনি নিজেই। সাহসী এই সাংবাদিকের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামে।

সিভয়েস/এস.আর

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়