Cvoice24.com


মহেশখালী-কুতুবদিয়া আসনে ধানের শীষের প্রার্থী নেই

প্রকাশিত: ১৬:৪৪, ৯ ডিসেম্বর ২০১৮
মহেশখালী-কুতুবদিয়া আসনে ধানের শীষের প্রার্থী নেই

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে কোনো প্রার্থী শীষ প্রতীকে নির্বাচন করতে পারছেন না। দু’দফায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার-২ আসনে দু’জনকে আলাদাভাবে মনোনয়ন দিলেও আইনী জটিলতায় টিকেনি একজনের মনোনয়নও। আজ রোববার (৯ ডিসেম্বর) রাতে কক্সবাজার জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তা কামাল হোসেন সিভয়েসকে জানান, মনোনয়ন পত্র জমাদানের সময় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদ বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু বিএনপি’র পক্ষ থেকে আজ রোববার কক্সবাজার-২ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে। চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা আলমগীর মো. মাহফুজউল্লাহ ফরিদের প্রার্থীতা আইনত অবৈধ হওয়ায় তা বাতিল করা হয়।

জেলা প্রশাসক কামাল হোসেন আরো জানিয়েছেন, মহেশখালী-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হামিদুর রহমান আযাদকে আজ বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয়। কোনো স্বতন্ত্র প্রার্থীকে দলীয় প্রতীকের মনোনয়ন দেওয়া নির্বাচনীয় আইনের পরিপন্থী। যার কারণে কক্সবাজার-২ আসনে হামিদুর রহমান আযাদকে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেয়া সম্ভব নয়। তবে হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আইনী কোনো বাঁধা নেই।

সিভয়েস/এস.আর

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়